1. admin@newswatchbd.com : admin :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

রগরগে দৃশ্যের কারণে আটকে গেলো তাদের ছবি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
Oplus_131072

 

এবার ঈদে মুক্তির মিছিলে সামিল হতে চাইছে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ চলচ্চিত্রটি। তবে এটি মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ছবির কিছু রগরগে দৃশ্য। আর সেন্সরবোর্ড কাঁচি চালিয়েছে সেই সব দৃশ্যে। এতে করে ছবিটির ঈদে আসা প্রায় অসম্ভব বলে জানা গেছে। জানা গেছে, ছবিটি সেন্সরে জমা পড়লে গেলো রবিবার সেন্সরবোর্ড বেশ কয়েকটি কাটিং দেয়। এর ফলে ছবিটির চৌদ্দ মিনিট দৈর্ঘ্য কমে যায়। এছাড়াও নতুন কিছু দৃশ্যের রি-শুটের নিদের্শনাও আসে সেন্সরবোর্ডের পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্তত এক সপ্তাহ শুটিং শিডিউল নিলে নতুন রি-শুট করতে হবে। এতে করে কমপ্লিট করে ছবিটি নিয়ে ঈদে ‘লিপস্টিক’ আসতে পারবে কিনা এ নিয়ে কপালে ভাঁজ পড়েছে খোদ সিনেমাটির প্রযোজকের।

সিনেমাটির সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সেন্সরবোর্ডের নির্দেশিকা অনুযায়ী কাজ করে ঈদে মুক্তি দেওয়া যাবে না। এজন্য কোনোরকম কাজ করে সেন্সরবোর্ডকে এক প্রকাশ বুঝ দিয়ে ঈদে মুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাবে প্রযোজক।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সরবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এটাকে এডাল্ট মুভি বলা যায়। বেশকিছু ঘনিষ্টদৃশ্য রয়েছে। এমন সিনেমা মুক্তি পেলে কেউ পরিবার নিয়ে হলে যাবে না।

ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। গল্পটি ‘লিপস্টিক’ সিনেমার। এতে পূজা চেরি অভিনয় করছেন বুচি চরিত্রে। তার বিপরীতে রয়েছেন আদর আজাদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park