এগারো মাস পরপর
রমজান মাস আসে
সারা বিশ্বের মুসলিমরা
এই মাসকে ভালোবাসে
দিনের বেলা খাইনা মোরা
রাতের বেলা খাই
রমজান মাসে রোজা রেখে
মনে তৃপ্তি পাই
ভোররাতে সেহরি খাই
ইফতার করি সন্ধ্যায়
তারাবির নামাজের পর
মনটা শীতল হয়ে যায়
এই মাসে নামাজ রোজা
সব চলে ঠিক ঠিক
ঈদ আসলেই সব ভুলে যাই
ছুটি দিক বেদিক
এসো সবাই রমজান থেকে
শিক্ষা গ্রহণ করি
ইবাদত আর পবিত্রতায়
মোদের জীবন গড়ি।