
রোজা-পূজা
-হাবিবুর রহমান বাবু
যদি সত্যিই আমায় ভালোবাসো
তবে ধরো আমার হাত
আমিও তোমায় ভালবাসি
চলবো মোরা একই সাথে
পারবেনা’কো কেউ থামাতে
ভালোবাসার জয় হবেই
মোরা মানবো না কুল-জাত
তুমিও মানুষ আমিও মানুষ
শুধু ধর্মটাইতো ভিন্ন
সবাই পড়ে থাকুক ধর্ম নিয়ে
মোরা বাঁচবো ভালোবাসা দিয়ে
ধর্মের জন্য প্রেমের বন্ধন
করব না’কো ছিন্ন
পূজা-পার্বণ করবে তুমি
তোমার সময় মত
আনন্দেতে করবে পালন
তোমার উৎসব যত
মুয়াজ্জিনের আজান শুনে
আমি মসজিদেতে যাব
নামাজ শেষে দু’হাত তুলে
রবের কাছে চাবো
তুমি করবে পূজা আর
আমি রাখবো রোজা
দুজনেই পথ চলব
মিলে-মিশে সোজা