রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল এর ৭ম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসাং এইচ হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সভা’টি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। সম্মানিত অতিথি, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, ডিভিসি টেলিভিশনের চেয়ারম্যান, ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথির আসনে ছিলেন রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফুজ্জামান নান্নু।
রোটারি ক্লাব অফ আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট, কাজী ওযালী উদ্দিন ফয়সল’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব এডভাইজার পিডিজি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী,গভর্নর ইলেক্ট হাফিজ ইউ বিপ্লব,ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডা.আনোয়ার হোসেন ইমন সিআইপি,পাষ্টলেডি ফারজানা জামান নাতাশা, অভিষেক চেয়ার মো:আবুল হোসেন।
সভায় বক্তারা রোটারির কার্যক্রম ও নানা রকমের সফলতার বিষয়ে আলোচনা করেন। এ সময় ফরাজী হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা রোটারির বিভিন্ন শাখার প্রেসিডেন্ট, পিডিজি ও অন্যান্য নেতৃবৃন্দগণ অনুষ্ঠানটি স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেন।