1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

লায়ন্স ও লিও ক্লাব এর উদ্যোগে সামাজিক কার্যক্রম 

মোঃ পাভেল
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, লিও ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্র্যাট এবং লিও ক্লাব অব ঢাকা এনএসইউ বসুন্ধরার উদ্যোগে ফজলুল উলুম কিরা-আতুল কুরআন কওমি মাদ্রাসা ও আবদুল্লাহ জামে মসজিদে গত শুক্রবার দুপুরে খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১ এর জেলা গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ, জেলা ও জেলা জিএমটি সমন্বয়কারীর ফার্স্ট লেডি লায়ন শিরীন আক্তার রুবি, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আশরাফ হোসেন খান হীরা, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন ডাঃ এ.কে.এম. সারোয়ার জাহান জামিল এমজেএফ, সেক্রেটারি লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, ক্যাবিনেট কোষাধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউনের ক্লাব সভাপতি মো. মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস অবজারভেন্স কমিটির চেয়ারম্যান ও জেলা জিইটি কো-অর্ডিনেটর লায়ন মীর শফিকুল আলম কনক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা জিএসটি সমন্বয়কারী লায়ম নাইমা জুনায়েদ, জেলা এলসিআইএফ সমন্বয়কারী লায়ন ইউসুফ সোহেল, জেলা লিও ক্লাবের চেয়ারপারসন লায়ন মামুন আহমেদ, জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লায়ন আবুল কাশেম বাবু, রিজিয়ন চেয়ারপারসন লায়ন নাসিমা আলম, জেলা চেয়ারপারসন লায়ন মোঃ আবুল খায়ের, লিও জেলা সভাপতি লিও ইয়াসরিব হাসান, লিও জেলা সম্পাদক লিও অরিত্রো রহমান, লিও জেলা সহ-সভাপতি (নতুন কন্ঠ) লিও ফাহিম আশরাফ খান, লিও জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও এসকে মাসুম বিল্লাহ সহ আরও অনেক লায়ন ও লিও সদস্য। আয়োজনে ১৫০ জনেরও বেশি মানুষকে একটি হৃদয়গ্রাহী এবং পরিতৃপ্ত খাবার পরিবেশন করা হয়েছে। এ ধরনের সামাজিক কার্যক্রমের আয়োজন প্রায়ই করে থাকেন লাইন্স ও লিও ক্লাব।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park