একদিন থেমে যাবে নিঃশ্বাস
আমি হয়ে যাব লাশ
জগতে আর থাকবে না
আমার বসবাস
কেনা হবে কাফনের কাপড়
কেনা হবে আতর
কেঁদে কেঁদে কারো চোখ
হয়ে যাবে পাথর
করাবে গোসল আমায়
পড়াবে জানাজা
নিয়ে যাওয়া হবে কবরে
কবরের ভিতরে
রাখা হবে আমারে
উপরে দেওয়া হবে বাশ
আমার তখন আর
কিছুই করার নাই
কারণ? তখন আমি লাশ
কত যত্ন করেছি
এই দেহটা’কে আমার
এই দেহটাই হয়ে যাবে
পোকামাকড়ের খাবার।