
শাড়ি পরে এসো
-হাবিবুর রহমান বাবু
ক’দিন বাদেই ১৪ই ফেব্রুয়ারি
বিশ্ব ভালোবাসা দিবস
যদিও তোমার আমার ভালবাসা দিবস প্রতিদিন
তবুও সেই দিনটি আমরা ভিন্ন ভাবে কাটাতে চাই
ভালোবাসা দিবসের প্রথম প্রহরে
রমনার বটমূলে আমি থাকবো
তোমারই অপেক্ষায় দাঁড়িয়ে
তুমি শাড়ি পরে এসো
সারাদিন ঘুরবো দু’জন হাত রেখে হাতে
এই শহরের চেনা-অচেনা রাস্তায়
ঘুরে দেখব শহরের সৌন্দর্য
আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল
শহরের নবনির্মিত এলিভেটেড রোড
সেদিন আমরা অনেক ফটো তুলবো
শাহবাগের সেই চেনা ফুলের দোকান থেকে
তোমায় কিনে দেবো তোমার পছন্দের গোলাপ
ঘুরেফিরে যখন ক্ষুধা লেগে যাবে
তখন পুরান ঢাকায় চলে যাব
পুরান ঢাকার হাজির বিরিয়ানি
আমরা দুজন পেট পুরে খাব
বিকেলে আমরা সদরঘাটে বুড়িগঙ্গায়
পাল তোলা নৌকায় করে ঘুরবো
এমনি করে কাটাতে চাই
এবারের বিশ্ব ভালোবাসা দিবস
ও হ্যাঁ, তুমি কিন্তু অবশ্যই শাড়ি পরে এসো।