1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী আটক মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান ভারতে ৩০০টি শোরুমে একযোগে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন আপীল আবেদনের শুনানীতে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: কাবির মিয়া শিল্পকলায় হাসান মাহাদীর আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বছরের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে এড.কাজী ফয়সলের হ্যাট্টিক বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা

সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

 

সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা। শুক্রবার বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোটে সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, সংগীত শিক্ষার্থী সম্মিলন কেন্দ্রের সভাপতি অজয় দাস, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাজহার, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সহ সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এম রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, জাগরনী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, উদীচি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম, নৃত্যকলা একাডেমী ফেনীর সভাপতি মনি মজুমদার, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, আবৃত্তি শিল্পী সঞ্জয় সেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাজেটে কমপক্ষে ১ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৬ শত ১৭ কোটি টাকা সংস্কৃতিখাতে বরাদ্দের দাবি জানিছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন, আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় সংস্কৃতি একটি অগুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবহেলিত বিষয় হয়েছে। অথচ যেই বাংলাদশের রাজনীতির ভিত্তি হচ্ছে সংস্কৃতি, সেই বাংলাদেশে সংস্কৃতি চর্চার জন্য কোন রকম সরকারের পৃষ্ঠপোষকতা নেই। এই নেই কথাটা বলছি এই কারণে, সরকারের যতটুকু অর্থ বরাদ্দ থাকে তার যে ব্যবস্থাপনা সংস্কৃতি মন্ত্রণালয় করে সেই খানে প্রান্তিক পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করার কোন প্রচেষ্টাই নেই।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহ সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, সময়ের পরিবর্তন হচ্ছে, কিন্তু সংস্কৃতির বাজেটের পরিবর্তন হচ্ছে না। প্রগতিশীল সমাজ নির্মাণের জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। কারণ সংস্কৃতিবিহীন জাতি অন্ধকারে ধাবিত হবে। সংস্কৃতি ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। কোন মানবিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য জাতীয় বাজেটের ১ শতাংশ সাংস্কৃতিক খাতে বরাদ্দ দেওয়া।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেব নাথ বলেন, আমাদের প্রত্যাশা হলো সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়সমূহ আমাদের বক্তব্যের গুরুত্ব ও যৌক্তিকতা অনুভব করে যথাযথ ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করবে।

সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park