1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

সোনার কেকে মিমের স্বামীর জন্মদিন পালন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

 

জনপ্রিয় মডেল ও অভিনয় তারকা বিদ্যা সিনহা মিম সাম্প্রতিক সময়ে সব মিলিয়ে বেশ আনন্দেই। গেলো কয়েকদিন থেকেই স্বামীর সঙ্গে থাইল্যান্ডে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর সেখানেই শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মিমের জন্যে ছিল বাড়তি আনন্দের। ওইদিন ছিল তার জীবনসঙ্গী সনি পোদ্দারের জন্মদিন। বিদেশ বিভূঁইয়ে স্বামীর এবারের জন্মদিনটা প্রিয়তমা স্ত্রী হয়ে অন্যরকম তুললেন মিম। এই তারকা জানিয়েছেন, ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কেক কেটে পালন করলেন স্বামী সনি পোদ্দারের জন্মদিন।

১৫ সেপ্টেম্বর মিম তার ফেসবুকে থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকত থেকে স্বামীর জন্মদিন পালনের সুন্দর মুহূর্তের কিছু ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বার্থডে বয়ের জন্য রাখা ২৪ ক্যারেটের একটি কেক। ওই কেকের উপরে দেয়া সোনার মোমবাতি গুলোও নজরে এসেছে নেটিজেনদের।

স্বামীর সঙ্গে আনন্দঘন মুহূর্তের একান্ত ছবিগুলো পোস্ট করে মিম ক্যাপশনে লিখেছেন – জন্মদিনের শুভেচ্ছা সেই মানুষটাকে, যে আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসাটা আসলে কী। তুমি আমার সত্যিকারের সেই মানুষটা, যাকে আমি সব সময় মনে মনে চেয়েছি। সৃষ্টিকর্তা সব সময় তোমাকে হাসিমুখে রাখুক। অনেক ভালোবাসা।

উল্লেখ্য, কয়দিন আগেই মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০২২ আসরে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিম। আগামী ২২ সেপ্টেম্বর তার অভিনীত দেশের প্রথম সাইবার থ্রিলার গল্প নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি পাচ্ছে। দীপংকর দীপনের পরিচালনায় এই ছবিতে মিম একজন সাইবার যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। মিমের সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park