যতদিন রবে আমার
এই দেহে প্রাণ
ততদিন গাইবো আমি
বাংলাদেশের গান,
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রাণ
এই বাংলার জন্য জীবন
আমি করতে পারি দান,
শস্য শ্যামল মাঠে ভরা
এই সোনার বাংলার ছেড়ে
যতই কষ্ট হোক না আমার
যাব না’কো দুরে,
বাংলায় আমি কথা বলি
বাংলায় আমি গাই
বাংলা ছাড়া এই জীবনে
আমার কিছু নাই,
কবরবাসী হব যখন
আমার মৃত্যুর পরে
সেটাও যেন হয় গো
এই সোনার বাংলার তরে।