র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাদবর বাজার এলাকায় গতকাল রাতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৯/৩৪১/৩০২ দন্ড বিধি; হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী সুজন (২৪), ও মো. বশির (৫৫) কে আটক করে।
গ্রেফতারকৃত সুজন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বসির পাটোয়ারের ছেলে। অপর আসামি মোঃ বশির একই উপজেলার মৃত আবু পাটোয়ারীর ছেলে বলে জানা যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার কমদতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।