র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা সোহ হত্যা কান্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। “আব্দুল্লাহ্ আল সোহান” হত্যা মামলার এজহারভুক্ত ১নং আসামী মোঃ শামিম শেখ বিজ্ঞ আদালতের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে যে, সাজিদ হোসেন (২১) এবং সোহেল রানা (২২) উক্ত হত্যা সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিল। তারা উক্ত হত্যাকান্ডের পর নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য কুমিল্লা জেলার মেঘনা এলাকায় আত্মগোপনে ছিল বলে (গোপন সংবাদে) জানতে পারে র্যাব।পরে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।