হাতিরঝিল সাংবাদিক ফোরাম এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজধানীর মগবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় ও গৃহীত হয়। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো হাতিরঝিল থানায় অবস্থিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের কে সাধারণ সদস্য হিসেবে ফোরাম এর অন্তর্ভুক্ত করার জন্য ফরম ছাড়া হবে।
সংগঠনের আহ্বায়ক সায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ হোসেন চিশতী। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিলুয়ার রহমান চৌধুরী, শেখ মাহবুব আলম (ভার্চুয়াল), হাবিবুর রহমান বাবু, মারুফ মালেক, মোঃ জালাল আহমেদ, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।