কোথায় আছো কেমন আছো
ওগো হারানো প্রিয়তমা?
ভুল ছিল না আমার
তবু চেয়ে নিচ্ছি ক্ষমা
সেই যে তুমি চলে গেলে
আসলে না আর ফিরে
আমায় বুঝি পড়েনা মনে
এত মানুষের ভিড়ে?
সময় অনেক বদলে গেছে
বদলে গেছি আমি
তোমার কথা ভেবে ভেবে
আর করি না পাগলামি
হয়তোবা ভালোই আছো
অন্য কারো সাথে
আমিও খুব ভালো আছি
কাঁদিনা আর রাতে
দোয়া করি সুখী হও
অনেক ভালো থেকো
যার সাথে আছো তুমি
তাকেও ভালো রেখো।