হে প্রভু, রহিম, রহমান
মানব করে বানিয়েছ আমায়
এ’তো প্রভু তোমারই দান
দেখিতে আমায় দিয়েছো দু চোখ
সেই চোখে আমি দেখি অপলক
তোমার সৃষ্টি এই সারা জাহান,
হাত দিয়েছো পা দিয়েছো
দিয়েছো চলার শক্তি
তোমার নির্দেশ মানিয়া চলিলে
পরকালেও রেখেছো মুক্তি,
গাছপালা নদী-নালা
খাল বিল আছে যত
সবই মোরা ভোগ করছি
নিজেদের সুবিধামতো,
ক্ষুধার জন্য খাবার দিয়েছো
পিপাসায় দিয়েছো জল
সত্য মিথ্যা বুঝতে দিয়েছো
শরীরে দিয়েছো বল,
আরো কত শত নেয়ামত তুমি
দিয়েছো মোদের জন্য
মুসলিম হয়ে জন্মেছি আমি
আমার জীবন ধন্য।