রাজধানিতে একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের হাইস্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষকের নাম মরিন্দ্রনাথ বাড়ৈ (৪৭)। গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাজধানীর সেগুনবাগিচা দা গ্যারানট হোটেলে তার মৃত দেহ পাওয়া জায় বলে জানায় শাহবাগ থানার উপপরিদর্শক (এস আই) আববাস আলী। এস আই আব্বাস জানান, রাতে খবর পেয়ে আমরা হোটেলে গিয়ে দরজা ভেঙে দেখি ওই ব্যক্তি বিদ্যুৎ এর তার গলায় ফ্যানের সাথে ঝুলে আছেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মৃত মরিন্দ্রনাথ বাড়ৈ মাদারীপুর রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি গোপাগঞ্জের কোটালীপাড়ার নৈরবারি গ্রামের মাখনলাল বাড়ৈর ছেলে।সপরিবারে স্কুলের কোয়াটারে থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ২০ সেপ্টম্বরে বিকেলে ঢাকায় এসে হোটেলটির দ্বিতীয় তলার ১০২ নাম্বার কক্ষে ওঠেন তিনি। বৃহস্পতিবার হোটেল ছারার কথা ছিল তার। দুপুরের দিকে দরজায় নক করে সারা পাওয়া যায়নি বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।পরে বিকালে আবার দরজায় ধাক্কাধাক্কি করে কোনো সারা না পেয়ে পুলিশে খবর দেন তারা।