২০২৪ সালের এসএসসি পরীক্ষা হতে পার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার এমনটি জানান।
এদিকে এ–সংক্রান্ত নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী, তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।
২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বোর্ড পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে। এসময়ে কখনো দেরি করে পরীক্ষা নেওয়া হয়েছে আবার কখনো কখনো পরীক্ষা ছাড়াই ভিন্ন মূল্যায়নে ফল প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হতো।