৩৪ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ চিটাগাং রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে গতকাল তাদেরকে আটক করা হয় বলে জানায় র্যাব। আটককৃতরা হলেন, মোঃ ইমান (৪৫), ফরিদা বেগম (৪০), ও রুপসী বেগম (৩৫)। এসময় তাদের নিকট হতে ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।