গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে আনুমানিক ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা মূল্যের ৬০ (ষাট) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ ডালিম হোসেন (৩৭) ও মোঃ রাশেদুল ইসলাম (২৪) বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন ও নগদ- নগদ- ৩,১৪৫/- (তিন হাজার একশত পয়তাল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে পিকআপযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।