অবেলায় হঠাৎ টুং করে বেজে উঠল মসজিদের মাইক।
মাইকের শব্দ শুনে বুকের ভেতরে কেমন যেন অচেনা একটি চাপ অনুভব হলো।
মনে হল এই বুঝি শুনতে হবে কারো মৃত্যুর সংবাদ,
যা ভাবলাম তাই,
মাইকে ভেসে আসলো একটি শোক সংবাদ,
একটি শোক সংবাদ…
আমার এক প্রতিবেশীর মৃত্যুর সংবাদ মাইকে এলান করা হচ্ছে।
তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ।
কয়েকদিন আগেও আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল।
সুস্থ সবল একজন মানুষ,
হঠাৎ করেই মৃত্যু
বড়ই ভালো মানুষ ছিলেন তিনি..
মনে মনে ভাবছি তার পরিবারের লোকজনের এই মুহূর্তে কি অবস্থা..
তারা কি কান্না করছে?
কাঁদবেইতো,
আসলে যার হারায় সে বোঝে হারানোর কি জ্বালা।
আহ্, কিছুক্ষণ আগে যে মানুষটা পৃথিবীতে ছিলেন, এখনো আছেন, কিন্তু লাশ হয়ে
আর কিছুক্ষণ পর তাকে কোথায় রেখে আসা হবে?
আহ্, অন্ধকার ঘর কেউ নেই,
কোন আলো নেই, কোন বাতাস নেই।
শুধু একা একটি লাশ।
ভাবতেই চোখের কোনে দু ফোটা জল অনুভব করলাম।
এই পরিণতি তো একদিন আমারও হবে।
শুধুই কি আমার?
প্রতিটা জীবনকেই গ্রহণ করতে হবে এই অনাকাঙ্খিত মৃত্যুর স্বাধ।