একাত্তরের সেই টগবগে যুবক
আজ তিনি বায়ো বৃদ্ধ
লাঠি ছাড়া তিনি চলতে পারেনা
ঠিক মতো কথা বলতে পারেনা
শরীরে নাই শক্তি তার
পৃথিবীজুড়ে শুধুই হাহাকার
দেশের জন্য জীবন বাজি রেখে
করেছিলেন মুক্তিযুদ্ধ।
চশমা ছাড়া দেখতে পায় না
শিশুদের মত ধরে বায়না
ঠিকমতো খাবার খেতে চায়না
আজ দাতে নাই তার শক্তি
তারাই কিন্তু যুদ্ধ করে
নিজের জীবন বাজি ধরে
এইবাঙালি জাতির তরে
এনে দিয়েছিলেন মুক্তি।
গর্বে আমার বুক ভরে যায়
দেখলে তারই মুখ
মুক্তিযুদ্ধ দেখিনি আমি
তাতে আমার কষ্ট নেই
মুক্তিযোদ্ধা দেখেছি আমি
তাতেই আমার সুখ।
একাত্তরের যুদ্ধে তোমরা
যারা বীর মুক্তিযোদ্ধা
তোমাদের প্রতি হাজার সালাম
লাখো লাখো শ্রদ্ধা।