পুণ্যের খাতা শুন্য আমার
পাপের খাতা ভারী
পাপের মাঝে ডুবে থেকেই
জীবন দিলাম পাড়ি,
চুলগুলো মোর কালো ছিলো
হয়ে গেলো সাদা
আগে মানুষ ভাই বলতো
এখন ডাকে দাদা,
ভুল তো অনেক করেছি জীবনে
এখন কি যে করি
যা হবার হয়েছে
এবার মসজিদের পথ ধরি,
কে’বা কদিন বাঁচবো বলো
এই না পৃথিবীতে
পরকাল যে রয়ে গেছে
হিসেব হবে দিতে।