পারতাম যদি ফিরে যেতে
আবার ছোটবেলায়
মেতে উঠতাম সারাক্ষণই
নানা রকম খেলায়
পড়াশোনা করতাম আমি
রোজ স্কুলে গিয়ে
মাঝেমধ্যে ঘুরতে যেতাম
স্কুল ফাঁকি দিয়ে
দুপুর বেলায় পুকুর ঘাটে
ধরতে যেতাম মাছ
বিকেল বেলায় খেলতে যেতাম
থাকতো নাতো কাজ
বই নিয়ে সন্ধ্যা বেলায়
পড়তে বসতাম যখন
মনে মনে ভাবতাম শুধু
বিদ্যুৎ যাবে কখন
যতই বড় হচ্ছি আমি
বাড়ছে ততই কাজ
কাজের চাপে ক্লান্ত আমি
ভুলে যাচ্ছি লাজ।