লায়ন্স জেলা ৩১৫ বি১ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান স্যারের সেবা মূলক কাজ কে আরো বেগমান করতে ও তার কল Greater Fellowship, Better Service কে সফল ও সার্থক করতে নিরলস কাজ করে যাচ্ছে জেলার সকল ক্লাব।
তারই ধারাবাহিকতায় ওয়াল্ড লায়ন্স সার্ভিস মান্থ প্রোগ্রামের আওতায় ২১শে নভেম্বর লায়ন্স ক্লাব অফ ঢাকা নিউ সান কতৃক ঢাকার নিকুঞ্জতে নিন্ম আয়ের পরিবারের মাঝে ক্লাবের পক্ষ থেকে শীত কালিন সবজি বিতরন করা হয়।
সবজি মানব দেহের পর্যাপ্ত ভিটামিনের ঘার্তি দুর করে,,তাই নিন্ম আয়ের মানুষের শারীরিক সুস্থতার কথা চিন্তা করেই ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানাই ক্লাব কর্তৃপক্ষ। জেলা ও জেলার সকল লিওদের পক্ষ থেকে ক্লাবের সকল লায়ন সদস্য এবং বিশেষ করে ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট Joya Jahan Chowdhury কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগামীতেও ক্লাব কতৃক এমন সুন্দর ও ব্যতিক্রমী অনুষ্টানের মাধ্যমে দেশ ও দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের মেম্বার’রা।