1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ১৪ জুলাই ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে বিএনপির রোড মার্চের গাড়ী বহরে হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

 

গোপালগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফরিদপুর বিভাগীয় বিএনপির রোড মার্চের গাড়ী বহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে পুলিশ হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোড মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গোপালগঞ্জের মুকসদুপর উপজেলার বরইতলায় এসে সমাবেশ করে বিএনপি। এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ ও গোপালগঞ্জ জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এসময় সমাবেশ শেষ হাবার আগে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির গাড়ী বহরে হামলা চালায়। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হন। এসময় সমাবেশে অতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার বলেন, এই ধরনের কোন ঘটনার সম্পর্কে আমার জানা নেই। আমি দুই দিন আগে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আমাদের এমপি মুহাম্মদ ফারুক খান এগুলো পছন্দ করেন না। এমন ঘটনা ঘটার কথা না। তারপরও আমি খোঁজ নিচ্ছি। তবে এটা তাদের নাটক কি না সে বিষয়েও খবর নিচ্ছি।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি বিছুই জানি না। এমন কোন ঘটানাই ঘটেনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park