1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান ও বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে।

সোমবার ১৬অক্টোবর দুপুরে শিক্ষক সমিতির আয়োজনে অস্থায়ী ক্যাম্পাসের সম্মুখে এ কর্মবিরতি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.আসাদুজ্জামান মানিক,সাধারণ সম্পাদক ড. মো:আশিকুল আলম, ডা: বিদ্যুৎ মাতুব্বর,কিশোর ঠিকাদার, মাহমুদা আক্তার মিশু,মো: হামিদুর রহমান হিমেল,মো: হাবিবুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ।

উল্লেখ্য,৭ অক্টোবর শিক্ষকদের মানববন্ধন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত স্থগিত আছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। ৯ অক্টোবর মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। রোববার (১৫ অক্টোবর) শিক্ষক সমিতির সাধারণ সভায় সোমবার (১৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের ডিন ও বিভাগীয় অফিসের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষকরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park