1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

হোমনায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

কুমিল্লার হোমনায় বেড়াতে এসে পানিতে ডুবে মো. রাব্বি(১৬) নামের যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার তেভাগিয়া গ্রামের পশ্চিম পাশের মধুকুপি নদীতে গোসল করতে গেলে এ দূর্ঘটনা ঘটে।একদিন পর মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সে ঢাকা রামপুরা থানার মলিবাগ (মাটির মসজিদ সংলগ্ন) চৌধুরী পাড়ার মৃত আলাউদ্দিন ও ওলেদা বেগমের সন্তান।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, মো. রাব্বি(১৬) সোমবার ২২ জানুয়ারী কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া গ্রামে তার চাচাতো ভাইয়ের শ্বশুর মনির হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বেলা আড়াইটার দিকে চাচাতো ভাই ও অন্যান্যের সঙ্গে মধুকূপি নদীর স্টিল ব্রিজের নিচে গোসল করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

পরে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল একদিন পর মঙ্গলবার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের মা ওলেদা বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, নিহত রাব্বি আছাদপুর ইউনিয়নের তার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। পাশের নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় স্রোতের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park