1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ১৪ জুলাই ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

যদি মনে পড়ে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

যদি মনে পড়ে

-হাবিবুর রহমান বাবু

যদি মনে পড়ে আমায়
তবে ফিরে এসো
চিরচেনা সেই ছোট্ট নীড়ে
সেই দরজা তোমার জন্য
চিরকাল রবে খোলা
ভালোবেসেছিলে যাকে
আজ ছেড়ে গেলে তাকে
এতই কি সহজ
প্রিয়জনকে ভোলা,
ছেড়ে যাবে না বলেও
তুমি আমায় গেলে ছেড়ে
রেখে গেলে আমায় ভিষণ্ণতায়
দু চোখের ঘুম নিলে কেরে,
ভুল কি শুধু আমারই ছিল
তোমার কি কোন ভুল ছিল না?
নিজের মতো করে ভাবলে তুমি
আমায় তো ভাবতে দিলে না,
ফিরে তুমি আসবেই
এই ছোট্ট নীড়ে
আমি খুব ভালো করে জানি
মনে রেখো তুমি ভুল হবে না
আমার মুখে বলা এই বাণী,
সেদিন তোমায় ভালোবাসা দিয়ে
নেব আমি বুকেতে টানি
সুখে শান্তিতে থাকবো মোরা
মুছে যাবে সব কষ্ট গ্লানি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park