1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন

সোনালী বিকেলে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

সোনালী বিকেলে

-তানভীর বিন সাইদ

গ্রাম বাংলার মায়া ত্যাগ করে,
আমাদের পর্দার পর্ন এই বৃহত্তর শহরে।
শুধু মাত্র কাল্পনিক সুখের আশায়।
এই সুখের সন্ধানে ছুটতে ছুটতে,
নিজেকে বইয়ের শেষ পৃষ্ঠার ধুলায়,
পরিণত আমরা সেই নিকৃষ্ট কীট।
সময়ের পালাবদলে আজ,
আমারা হয়তো নাম মাত্র সুখী?
কিন্তু আমাদের প্রাণ আজও বন্দী
সেই “কারারুদ্ধ ” চার দেওয়ালের ভিতরে।
এই কারারুদ্ধ জীবনের ফলে আজ
নেমেছে সেই আমাবস্যার কালরাত্রি।
ভাগ্যের পরিহাসে আজ সূর্যের সেই, উজ্জ্বল ময় আলোও হার মেনেছে, মানবসৃষ্ট কাল্পনিক সুখের কাছে।
হয়তো আর হবে না ফেরা
সেই গ্রাম বাংলার সেই সোনালি বিকেলে।
হয়তো আর ফিরে যাওয়া যাবে না সেই নদীর পাড়ে
হয়তো বা না? যদি সময়ের চাকা পরিবর্তন হয়
উল্টো গতিতে তখন হবে না এই নিকৃষ্ট উপসংহার
নিজেকে উৎস্বর্গ করে দিবো এই সোনালী বিকালে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park