র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল আজ (১৪ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সুজানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-১৭, তারিখ- ২৬/০৯/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১)/৩০ মুলে একটি অপহরণ করে একমাত্র প্রধান আসামি ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ লিটন (২৯),কে আটক করা হয়।লিটন রাজবাড়ী জেলার পাংশা থানার সুজানগর গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে।
আসামী তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিমকে গত ৮ সেপ্টেম্বর বিকেলে পাংশা থানার হাবাসপুর এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামীর বিরুদ্ধে একটি অপহরণ, ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকেই সে আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীকে পরবর্তীতে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।