ইট-কাঠের শহরে বেঁচে থাকা যেখানে দায়,
তখন তোমার আগমনে,
সকল অভিশপ্ত অন্ধকার বিলিয়ে গেলো,
সেই পূর্ব আকাশের সূর্য দয়ের মতো।
সময়ের পালা বদলে,
উদীয়মান সূর্যও মিলিয়ে যায় অন্ধকারে।
তবুও আমার নিজের সব বাজি লাগিয়ে
তোমায় প্রতিশ্রুতি দিতে পারি
আমার শেষ সূর্যদয়ের পর্যন্ত
আমি তোমার সাথে থাকবো।
নিজের সর্বশক্তি দিয়ে।
জানি হয়তো প্রতিটি শব্দ,
তোমার কাছে বিলাপ মাত্র।
তুবও এটা সত্য।
যদি মহান আল্লাহ যে-কোন ইচ্ছা
পূরনের দিতে অনুমতি।
তাহলে আমায় আল্লাহ এই ক্ষমতা দিক
আমার দুই নয়নের মাধ্যমে
তুমি দেখতে পারো নিজেকে
হয়ত তুমি তখন বুঝতে পারবা
আমার জীবনের সকল সূর্যদয় যেমন সত্য
তুমিও আমার কাছে তেমন সত্য।
আরো আকাঙ্ক্ষা তোমায় প্রতিটি সূর্যদেয়
তোমায় পাসে পাওয়া